ডিজিটাল দুর্ভিক্ষ ও ২৫৯১ ডলার মাথাপিছু আয়

দুর্ভিক্ষের সাথে আমরা হয়তো বই খাতা ও সংবাদপত্র থেকে জানি। বাস্তবে হয়তো আমরা অনেকে এটি দেখি নাই। কিন্তু বর্তমান বাংলাদেশে এক নিরব দুর্ভিক্ষ চলছে।

এই দুর্ভিক্ষে হয়তো কেউ না খেয়ে নেই। কিন্তু তিন বেলা অন্ন যোগাতে বুকে মাটি ঠেকে যাচ্ছে। মোটামুটি ভাল ইনকাম করা মানুষ টিও আজ টিসিবির পণ্যের লাইনপ্রার্থী। তাহলে এদেশের নিম্ন আয়ের মানুষের কী অবস্থা সহজেই অনুমেয়! এটা যেন এক ডিজিটাল দুর্ভিক্ষ।

দ্রব্যমূল্যের ব্যাপক উর্ধগতি ভেঙে দিচ্ছে পুরো খাদ্য শৃঙ্খল। তেল, চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে সরকারি চাকুরিজীবীদের যে হারে বেতন বেড়েছিল প্রায় সে রকম।

এদিকে আমরা মাথাপিছু আয়তে উঠতে চলেছি মধ্যম আয়ের দেশে। আমাদের মাথাপিছু আয় ২৫৯১ ডলারের মত, যা ২ লক্ষ ২০ হাজারের মত।

এই মাথাপিছু আয়ের গোলক ধাধার সবচেয়ে নিষ্পেষিত হচ্ছে এদেশে নিম্ন আয়ের মানুষ। এই বাড়ন্ত মাথাপিছু আয় দেশে আরও গরীব তৈরি করছে, সাথে হয়তো ধনীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের অধিকাংশ জনগণই ক্ষতির মধ্যে নিমজ্জিত।

শুধু উন্নয়ন করে করে মানুষের যদি পেতে অন্ন না থাকে তাহলে এই উন্নয়ন ফলপ্রসূ হবে না। কর্তৃপক্ষের কবে যে টনক নড়বে কে জানে? কারা যে এই কর্তৃপক্ষ, এইটাও হয়তো এদেশের মানুষ জানে না!

ডিজিটাল দুর্ভিক্ষ

আরো পড়ুন

Leave a Reply