আমাদের দেখা হোক এক স্নিগ্ধ সকালে
যেখানে মৃত্যুর ভয় ফিকে হয়ে যাবে
আমাদের দেখা হোক এক মধ্যসকালে
যেখানে বকুলের গন্ধ তোমায় আবার মাতাবে
আমাদের দেখা হোক ভোরের শিশিরে
যে শিশিরের স্পর্শে তোমার নুপুর ভিজবে
আমাদের দেখা হোক আবার সেই গোধূলিতে
যে গোধূলিকে তুচ্ছ করে আমার মোহ থাকবে তোমার হাসিতে
আমাদের দেখা হোক এক ব্যস্ত শহরে
কোন এক হুডবিহীন রিক্সার মধ্যগগনে
আমাদের দেখা হোক ফুচকার প্লেটে
যার তীব্র ঝালে তোমার নাক চোখে জল আনবে
আমাদের দেখা হোক শেষ বিকেলে
ডায়বেটিসের অযুহাতে মৃদু হাটার ছলে
আমাদের দেখা হোক কারণে-অকারণে
আমাদের দেখা হোক বিনা অজুহাতে।।