বিয়ের নানাবিধ উদ্দেশ্য আছে। যার অন্যতম জৈবিক চাহিদা এবং পরিবার গঠন। মানব সভ্যতা বিকাশে বিয়ে অতিব গুরুত্বপূর্ণ। বিয়ের আরও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য জীবনসঙ্গী পাওয়া এবং হওয়া।
সম্প্রতি মোহাম্মদ অপূর্ব নামে এক যুবক তার মায়ের জীবনসঙ্গী খোজার জন্যে ফেসবুকে পোস্ট করেছেন। সনামধন্য সংবাদপত্র ও নিউজ পোর্টাল নিউজটা কাভার করার কারণে এটি এখন ভাইরাল বিষয়।
আমাদের সমাজে স্ত্রী মারা গেলে পুরুষের বিয়ে করা যত সহজ, স্বামী মারা গেলে স্ত্রীর বিয়ে করা অতটা সহজ না। একসময় তো হিন্দু সমাজে স্বামীর সাথে আত্মহুতী দিতে হত!
সেখানে মায়ের জন্যে ছেলের পাত্র খোজা, নিঃসন্দেহে একটা ভালো খবর। আশার কথা এই যে, অনেকেই এটা খুবই পজেটিভ ভাবে নিয়েছে। আমাদের ইসলামেও বিধবাবিবাহ কে উৎসাহিত করা হয়েছে।
এমন একটা সুন্দর বিষয়কে নিয়েও মানুষ ট্রল করতে ব্যস্ত, যেটা খুবই হীনকার বিষয়। প্রথম আলো তাদের ফেসবুক পাতায় নিউজ টা শেয়ার করলে সেখানে বহু মানুষ হা হা রিএক্ট দিয়েছে। তাদের কাছে এটা হাসির বিষয়!
অনেক মায়েরা হয়তো ইচ্ছে থাকলেও পরিবারের কথা চিন্তা করে আর বিয়ে করতে পারেন না। সেখানে তার নিজের ছেলে তার মায়ের বিয়ের উদ্যোগ নিয়েছে, যেটি আসলেই চমৎকার একটা বিষয়। ভাইকে স্যালুট।